কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৫ জুলাই)রাতে সাবেক পৌরসভা মোড় স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল ও সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এড. জালাল উদ্দিন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন,কটিয়াদী উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু,কটিয়াদী উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মনিটরিং কমিটির সদস্য এড.ফাইজুল করিম মবিন, কটিয়াদী উপজেলা বিএনপির সহ সভাপতি শফিকুর রহমান বাদল,শেখ জসিম উদ্দিন মেনু, মোঃ শহিদুল্লাহ, পাকুন্দিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল আলম সুজন,কটিয়াদী পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম মন্টু ও সহ সভাপতি হাবিবুর রহমান,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল,যুগ্ম সম্পাদক শামসুল হক চান মিয়া মাস্টার ও এড. ওমর জাকির বাবুল,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী ও মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শরীফ মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও নেতৃবৃন্দ। বক্তব্যে তিনি বলেন,বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক প্রয়াস।
অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের মাঝে সদস্যপদ ফরম বিতরণ করা হয়। কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে উপজেলার প্রতিটি ইউনিটে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।