বরগুনা জেলা প্রতিনিধি :
আগামী দিনের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ২৪/০৭/২০২৫খ্রিঃ তারিখ বৃহস্পতিবার বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ)/ বিকাশ কর্মকার, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা থানাধীন ৬ নং বুড়িরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পুরাকাটা ফেরিঘাট এলাকায় চেকপোস্ট ডিউটি পরিচলা কালীন সময় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে তার সাথে থাকা ব্যাগের মধ্যে আট বোতল বিদেশী মদ পাওয়া যায় তা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৫৬,০০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।