নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
টাঙ্গাইল-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা.একেএম আব্দুল হামিদের উদ্যোগে নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে মহিলাদের জন্য ফ্রি গাইনী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ জুলাই) দুপুর থেকে সলিমাবাদ ইউনিয়নের একটি বাড়িতে দিনব্যাপী এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়, যেখানে উপচে পড়া ভিড়ে শতাধিক নারী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
ক্যাম্পে সেবা প্রদান করেন ধলেশ্বরী হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. সিনথিয়া আক্তার জুই, যাকে সহায়তা করেন দক্ষ নার্সদের একটি টিম। তিনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এই মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ডা. হামিদের ছোট ছেলে ব্যারিস্টার হাসনাত জামিল,তিনি বর্তমানে ধলেশ্বরী হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন- আমার বাবা সবসময় মানুষের পাশে থাকতে শিখিয়েছেন। ধলেশ্বরী হাসপাতালে আমরা প্রতিদিন অসহায় ও নিম্নআয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি। গ্রামের নারীদের জন্য আজকের এই বিশেষ ক্যাম্প আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।” ফ্রি মেডিকেল ক্যাম্পটি পরিদর্শন করেন, সলিমাবাদ ইউনিয়ন জামায়াত সভাপতি মো. দেলোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। স্থানীয় এক মহিলা রোগী জানান, গাইনী চিকিৎসকের কাছে যাওয়া তাদের পক্ষে সহজ নয়। এই ক্যাম্প তাদের জন্য আশীর্বাদস্বরূপ।
এমপি প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদ সাংবাদিকদের বলেন,এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় যে ঘাটতি রয়েছে, তা কিছুটা হলেও পূরণ করতেই আমাদের এই প্রয়াস।আমরা চেষ্টা করছি গ্রামের প্রান্তিক নারীদের দরজায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে,ইনশাআল্লাহ। স্থানীয় নারী ও অভিভাবকরা এই সেবামূলক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আরও জানান,এমন কার্যক্রম নিয়মিত হলে নারীরা সচেতন ও স্বাস্থ্যবান হতে পারবেন।