দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শার্শা প্রতিনিধি:

শার্শার বাগআঁচড়ায় নাভারণ–বেনাপোল সড়ক পরিবহন মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশ ৩১ জন মৃত পরিবহন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মরহুমদের স্মরণে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে মরণোত্তর ভাতা প্রদান করা হয়। বুধবার (১৬ জুলাই) দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এই সুধী সমাবেশ ও মরণোত্তর ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন টুটুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার ডিস্ট্রিক বাস সিন্ডিকেট যশোর অঞ্চলের সহসভাপতি এবিএম শামসুল আলম কাজল।

তিনি বলেন, আমরা মালিক শ্রমিকদের সাথেই আমাদের কাজ। দীর্ঘদিন যাবত বাগআঁচড়া নাভারন ও বেনাপোল শ্রমিক ইউনিয়নের নিহত শ্রমিকরা মরণোত্তর ভাতা পায় না এটা গত কয়েকদিন আগে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও যুবদল নেতা কবির হোসেনের মাধ্যমে জানতে পারি।

আর এজন্য তাদের কথা চিন্তা করে এ মরণোত্তর ভাতা। তিনি আরো বলেন, আগামী ১৮ জুলাই বাগআঁচড়া -নাভারন বেনাপোল শ্রমিক ইউনিয়নের ভোটে যদি টুটুল – সহিদুল পরিষদ জয়ী হয় তাহলে পরিবর্তিতে কোন শ্রমিক মারা গেলে জানাযার আগে তাদের ভাতা পরিশোধ করা হবে বলে তিনি বলেন।

বিশেষ অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, আজকের এই আয়োজন আমাদের সংগঠনের পক্ষ থেকে শ্রমিক ভাইদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। একজন শ্রমিক মৃত্যুর পর যেন শুধু শোকই না রেখে যায়, তার পরিবারও যাতে কিছুটা ভরসা পায়—সেই লক্ষ্যেই এই মরণোত্তর ভাতার ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই, ভবিষ্যতেও শ্রমিকদের জন্য আরও মানবিক ও সংগঠিতভাবে পাশে দাঁড়ানো হোক।

যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবারের পাশে থেকে সংগঠন সবসময় কাজ করে যাবে। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, কায়বা ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মরহুম শ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে নগদ ভাতা তুলে দেওয়া হয়। স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দও এই উদ্যোগকে শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার অনন্য উদাহরণ বলে অভিহিত করেন। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version