দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: ‌‌‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’- এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্যসপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে, জেলা কমিটি, নেত্রকোনা-এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, রাফিকুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, জেলা বিএনপি যুগ্ম-আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদুসহ আরো অনেকে।

সভায় কেন্দ্রীয় কর্মসূচি ও স্থানীয় পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী ২২ জুলাই থেকে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ উদযাপন কর্মসূচি চলবে।

জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি মধ্যে রয়েছে, ব্যানার, ফেস্টুন সহযোগে সড়কে রেলিং, উদ্বোধন, আলোচনা অনুষ্ঠান, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি, উদ্যোক্তা,প্রতিষ্ঠানকে পুরস্কার ও পদক প্রদান, নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষি, জেলে এবং মৎস্যজীবীগণের সমন্বয়ে জেলা ও উপজেলার মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা, জনবহল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শণ, পুকুর/জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুন পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন, “মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা” শীর্ষক কর্মশালা/মতবিনিময় সভা, স্কুল-কলেজে রচনা ও কুইজ প্রতিযোগিতা অথবা মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version