পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে চলমান অপপ্রচার, কুরুচিপূর্ণ মন্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই (সোমবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) এবং জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ এবং সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউট্যাব সাধারণ সম্পাদক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক হাচিব মোহাম্মদ তুষার, ছাত্রদল পবিপ্রবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা জনি এবং জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের প্রতিনিধি মোঃ মাহাবুব হোসেন।
বক্তারা বলেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিএনপি ও এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা অভিযোগ করেন, একটি গোপন সংগঠন পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের মতো ঘটনার দায় বিএনপির ওপর চাপিয়ে দিয়ে রাজনৈতিক বিভাজন তৈরির অপচেষ্টা চালাচ্ছে। ইউট্যাব সাধারণ সম্পাদক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হেমায়েত জাহান বলেন, “বিএনপি বাংলাদেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল।
দেশের মানুষ বিএনপির পক্ষে রয়েছে, তাই ষড়যন্ত্রকারীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে।” সভাপতির বক্তব্যে ড. মামুন অর রশিদ বলেন, “জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপিকে বিতর্কিত করতে ষড়যন্ত্র ততই বেড়ে চলেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অপচেষ্টা বন্ধের দাবি জানাচ্ছি।”