দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে কানাডা প্রবাসীর বৌভাত অনুষ্ঠানে ছিলেন বাড়ির সবাই। এই সুযোগে প্রকাশ্য দিবালোকে বাড়ির পেছনের ফটক ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ঘরে ঢুকে আলমারি ভেঙে নিয়ে গেছে ইউএস ডলার, নগদ টাকা, স্বর্ণালংকার, দামি মোবাইল ফোন ও ঘড়িসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল। রোববার (১৩ই জুলাই) দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে এ চুরির ঘটনাটি ঘটে পৌর শহরের পাখিয়ালায় অবস্থিত হাজী আব্দুল আলী ট্রেড সেন্টারের স্বত্ত্বাধিকারী শামীম আহমদের বাসভবনে।

খবর পেয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় বাড়ির গৃহকর্মী স্বপ্না বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও চোরচক্রকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে থানা পুলিশ। এদিকে উপজেলা প্রশাসন ও থানা কমপ্লেক্সের মাত্র আড়াই’শ মিটার দূরত্বের মধ্যে দিনে দুপুরে চুরির এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বিস্মিত ও হতবাক।

তাদের দাবি, অতীতে দিনের বেলা এ ধরণের কোন চুরি কিংবা ডাকাতির ঘটনা ঘটেনি। জানা গেছে, ব্যবসায়ী শামীম আহমদের ছেলে কানাডা প্রবাসী সাকিব আহমদের বৌভাত অনুষ্ঠান ছিল রোববার। আত্মীয়-স্বজনসহ সবাই দ্বি-তল বাড়ির প্রত্যেকটি রুমে পৃথক পৃথক তালা দিয়ে চলে যান স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের বৌভাত অনুষ্ঠানে। বেলা আড়াইটার দিকে পরিবারের কয়েকজন মহিলা বাড়ি ফিরে দেখেন পেছনের ফটক ও প্রত্যেকটি রুমের দরজার তালা ভাঙা। ভেতরে আলমারির তালাও ভাঙা এবং মালামাল তছনছ করা।

এরপর খবর পেয়ে একে একে ছুটে আসেন সবাই। শামীম আহমদের ভাই আমেরিকা প্রবাসী সেলিম আহমদ তার ভাতিজা সাকিব আহমদের বিয়েতে স্বপরিবারে দেশে আসেন। বিয়ের অনুষ্ঠান আগের দিন শেষ হলেও রোববার বৌভাত অনুষ্ঠান ছিল। আত্মীয়-স্বজনে বাড়ি ভরপুর। দুপুরে সবাই ঘরে তালা দিয়ে বৌভাত অনুষ্ঠানে চলে যান। এই সুযোগে চোরচক্র ভবনের পেছন দিয়ে ঢুকে পড়ে। শামীম আহমদের চাচাতো ভাই মিজানুর রহমান খছরু জানান, প্রাথমিক ধারণা হিসাবে দেখা গেছে-চোরচক্র নগদ ৩ লাখ ১০ হাজার টাকা, ৫০০ ইউএস ডলার, ১৫ থেকে ২০ ভরি স্বর্ণালংকার, দামি হাতঘড়ি ও ৫টি মোবাইল ফোনসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

দুতলা ভবনের নিচের তিন রুম ও উপরের তিন রুমে চোরেরা হানা দেয়। পাঁচ রুমের প্রত্যেকটি স্টিলের ও কাঠের আলমারি ভেঙে তছনছ করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একটি রুমের ভেতরের আলমারির তালা ভাঙতে পারেনি চোর। এজন্য ওই রুমের টাকা, স্বর্ণালংকারসহ মালামাল রক্ষা পেয়েছে। অপরদিকে সন্দেহজনক ভাবে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় শামীম আহমদ বাদী হয়ে থানায় মামলা করেছেন।

রাতেই মামলাটি দায়েরের পর পুলিশ মাঠে কাজ করছে বলে জানা গেছে। বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, বাড়ির গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের একটি বিশেষ দল মাঠে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, রাতের মধ্যেই চোরচক্রকে আটক করে চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version