জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠলেও, তা অস্বীকার করেছে ছাত্রদল। রবিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত এবং বর্তমানেও ছাত্রদলের কর্মীদের ওপর হামলার সাথে সরাসরি যুক্ত রফিক বিন সাদেক রেশাদকে প্রশাসনের হাতে তুলে দিতে গিয়ে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তবে এতে কারো ওপর কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি বলেই দাবি সংগঠনটির। ঘটনার দিনই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল লিখিতভাবে প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, তদন্তের মাধ্যমে সঠিক তথ্য-প্রমাণ উঠে আসবে এবং ঘটনার প্রকৃত চিত্র সবার সামনে স্পষ্ট হবে। এদিকে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রদল বলেছে, “আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, কেউ যেন কোনো প্রকার উস্কানিতে পা না দেন। আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”