নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য দুই কবি শীর্ষক আলোচক সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার সংস্কৃতি মঞ্চ নেত্রকোনার এর উদ্যোগে পৌরশহরের মোক্তারপাড়াস্থ জেলা প্রেসক্লাব হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি মঞ্চের সভাপতি কনক পন্ডিত ও অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংস্কৃতি মঞ্চের সাধারণ সম্পাদক খন্দকার অলিউল্লাহ।
প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, অবসর প্রাপ্ত মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক (পিএসসি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ভাবুক এনামূল হক পলাশ এবং প্রাবন্ধিক পল্লব চক্রবর্তী।
কবি এনামূল হক পলাশ তার আলোচনায় সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্য এখনো প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন।