দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিশিষ্ট গীতিকার ও কবি মির্জা রফিকুল হাসানের আধ্যাত্মিক গীতিকাব্য ‘পড়শি বাড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। কবির ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করে স্থানীয় সাহিত্য সংগঠন চর্চা সাহিত্য আড্ডা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. লুৎফর রহমান ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। 

তিনি বলেন, এই অঞ্চলের মাটি, মানুষ ও প্রকৃতি লোকসাহিত্যের উর্বর ভূমি। এখানকার কবি-সাহিত্যিকরা সূফিবাদের সঙ্গে প্রকৃতিকে যুক্ত করে যে সাহিত্য রচনা করেন, তা জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ। কবি মির্জা রফিকুল হাসানের পড়শি বাড়ি গ্রন্থ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, এই বইয়ের প্রতিটি গানে ছন্দ, মাত্রা ও তাল-লয়ের দারুণ সমন্বয় রয়েছে। মানুষের ভেতরের আত্মিক তৃষ্ণা, স্রষ্টা ও সৃষ্টির সম্পর্কের যে সূক্ষ্ম অনুভব। তা অত্যন্ত মননশীলভাবে উপস্থাপন করেছেন কবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লোকগবেষক ও নাট্যকার রাখাল বিশ্বাস, সাংবাদিক ও লোকজ সংগ্রহশালার প্রতিষ্ঠাতা সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাস উদ্দিন ভূঁইয়া,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কাজল।

বক্তব্য প্রদান করেন আরও অনেকে যাঁদের মধ্যে ছিলেন,লোকশিল্পী ও গবেষক আবুল বাসার তালুকদার, কলেজ শিক্ষক ফারুক আহমেদ তালুকদার, সূফিসাধক বকুল ভাণ্ডারী, কবি শাহাবুল কাদির ভূঁইয়া, কবি মাহবুবা খান দীপান্বিতা, উচীদীর সম্পাদক মহিউদ্দিন সরকার, কবি ও শিল্পী মোহাম্মদ আশরাফুল আলম, কবি আব্দুল ওয়াদুদ, কণ্ঠশিল্পী আনিসুর রহমান সাগর, বাউল শিল্পী মুকুল সরকার, সাংবাদিক কায়সার তালুকদার, কবি কাউসার হোসেন জানু, খাঁন কাশেম, মনিরুজ্জামান রাফি এবং আশরাফুল ইসলাম জাসাম।

প্রসঙ্গত, কবি মির্জা রফিকুল হাসান নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার শান্তিবাগ মহল্লার বাসিন্দা। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার এবং দীর্ঘদিন ধরে সাহিত্য ও সূফিসাধনায় যুক্ত। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘অচিন পাখি’, ‘বিরহ গীতি’ এবং সর্বশেষ প্রকাশিত ‘পড়শি বাড়ি’।

২০২৫ সালের অমর একুশে বইমেলায় অতল প্রকাশ থেকে প্রকাশিত পড়শি বাড়ি গ্রন্থে স্থান পেয়েছে ১০২টি আধ্যাত্মিক গীতিকবিতা।

‘পড়শি বাড়ি’ গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবির জন্মদিনকে ঘিরে সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের পদচারণায় পরিণত হয় এক উজ্জ্বল মিলনমেলায়। সাহিত্যসাধনা, আধ্যাত্মিক চেতনা ও লোকসংস্কৃতির ঐতিহ্যে এই আয়োজন নতুন মাত্রা যোগ করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version