নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ফুসফুস ক্যান্সার আক্রান্ত রোগী শুক্কুর আলীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (১২ জুলাই) এ তথ্য জানা গেছে। এরআগে গত শুক্রবার রাতে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে শেষ থেরাপি দেয়ার টাকা প্রদান করা হয়। শুক্কুর আলী দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন-আহবায়ক।
শুক্কুর আলী দীর্ঘদিন যাবত ফুসফুস ক্যান্সার রোগে ভুগছিলেন। নিজের সহায় সম্বল শেষ করে চালিয়েছেন চিকিৎসা। ডাক্তার বলেছেন ছয়টি কেমোথেরাপি দিতে পারলে ভালো হয়ে যাবে শুক্কুর আলী। কিন্ত থেরাপি’র টাকা যোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছিলনা। দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এ খবর জানতে পারেন কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পরবর্তীতে কায়সার কামাল শুক্কুর আলীর চিকিৎসার সকল দায়িত্ব নেন। প্রতি মাসে উপজেলা বিএনপি’র নেতৃকর্মীদের মাধ্যমে থেরাপি দেয়ার জন্য শুক্কুর আলীর পরিবারের হাতে চিকিৎসার খরচ তুলে দেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধ্যায় বিএনপি’র নেতাকর্মীরা শেষ কেমোথেরাপি দেয়ার খরচ তুলে দেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, স্থানীয় সাংবাদিক, সুশিল শ্রেনীর প্রতিনিধি, পৌর বিএনপি’র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলীউল আজীমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
শুক্কুর আলীর আত্মীয় লিটন আকন্দ বলেন, মানবসেবা কাকে বলে ব্যারিস্টার কায়সার কামাল ভাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়েছেন। নেতৃত্ব দিতে গেলে যে সাধারণ মানুষকে ভালোবাসতে হবে, তা দলীয় নেতাকর্মীদের দেখিয়ে দিয়েছেন। ইতোমধ্যে দুর্গাপুর উপজেলার অসহায় মানুষের বিভিন্ন সমস্যায় সহায়তা করে যে নজির সৃস্টি করেছেন তা ভুলার নয়। আসুন এই মানবিক নেতার জন্য আমরা দোয়া করি।
কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই শুক্কুর আলীর পাশে দাঁড়িয়েছি। আমাদের দল বিএনপি সর্বদাই আর্তমানবতার সেবায় দেশের প্রতিটি অঞ্চলে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আসুন আমরা শুক্কুর আলীর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেনো সুস্থ হয়ে তার পরিবারের হাল ধরতে পারেন।
উল্লেখ্য, ব্যারিস্টার কায়সার কামাল, ইতোমধ্যে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন অসহায় মানুষের জন্য বিনামুল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা ক্যাম্প, ক্যান্সার ও লিভার থিরোসিসে আক্রান্ত্র রোগীদের নিজ উদ্দ্যেগে ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসা করানো, পাহাড়ী অনগ্রসর শিশুদের শিক্ষা ব্যবস্থা, প্রায় চারশত জনের চোখে ছানি অপারেশান, বিনামুল্যে আইনী সহায়তা দান, নামমাত্র ইজারা দিয়ে পশুর হাটে ক্রয়-বিক্রয়, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান, উপজেলার সকল নদীর ঘাটে খেয়া পারাপার ফ্রি করণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেয়াসহ নতুন সমাজ বিনির্মানে মানববতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে, দুই উপজেলায় তারুন্যের আইডল হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি।