নিজস্ব প্রতিবেদক: অভিনব পদ্ধতিতে প্রাইভেট কারে পরিবহনের সময় বারো কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ টাকা। এ কাজে ব্যবহৃত প্রাইভেট কার, একটি মোবাইল ফোন ও নগদ ছয়শত পঞ্চান্ন টাকা জব্দ করা হয়েছে।
আটককৃত মাদক কারবারি মো. রাসেল খন্দকার (৩১) তিনি চাঁদপুরের মতবল দক্ষিণ থানাধীন মধ্যম দিঘলদী গ্রামের মৃত হানিফ খন্দকারের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মিরপুরের রূপনগর এলাকায় বসবাস করেন।
শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্পের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার।
এরআগে একই দিন সকাল পৌনে ৮টার দিকে কিশোরগঞ্জের ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় চেক পোষ্ট স্থাপন করে জব্দকৃত মাদকসহ রাসেল খন্দকারকে আটক করতে সক্ষম হয় র্যাব।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, চেক পোষ্টে প্রাইভেট কার তল্লাশীকালে গাড়িতে অভিনব কৌশলে রাখা পেছনে ব্যাক ডালার গ্যাস সিলিন্ডার ও গাড়ির দুই পাশের দরজায় রক্ষিত ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক আলামতসহ আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।