পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ইউ ট্যাব ও কর্মকর্তাদের সংগঠন জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)-এর যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই (বুধবার) কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনকে আরও গতিশীল করা, “জুলাই বিপ্লব” পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা এবং ফ্যাসিবাদ বিরোধী অবস্থান জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ-সমর্থকদের এখনো দৃশ্যমান শাস্তির আওতায় না আনা হতাশাজনক।
তারা অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান এবং হুঁশিয়ারি উচ্চারণ করেন—উপযুক্ত ব্যবস্থা না নিলে গণকমিশন থেকে একযোগে পদত্যাগ করা হবে। সভায় সভাপতিত্ব করেন ইউ ট্যাবের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন ইউ ট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, জিয়া পরিষদের সভাপতি ডেপুটি রেজিস্ট্রার মো. আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাছিব মোহাম্মদ তুষার।
সভায় আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন, প্রফেসর মোঃ জামাল হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ মাসুদুর রহমান, প্রফেসর ড. মুহাম্মদ আতিকুর রহমান, প্রফেসর ড. মুহাম্মদ ইকতিয়ার উদ্দিন, প্রফেসর ড. মুহাম্মদ নিজাম উদ্দিন, প্রফেসর ডঃ মোঃ মোস্তফা আনোয়ার, প্রফেসর ড. মুহাম্মদ মহসিন হোসেন খান ও ড. এবিএম সাইফুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ আমিনুল ইসলাম, ড. রাহাত মাহমুদ, খাইরুল বাসার মিয়া, মোঃ শাহজালাল, উপ-পরিচালক মাহফুজুর রহমান সবুজ, প্রধান খামার তত্ত্বাবধায়ক আরিফুর রহমান নোমান, উপ-পরিচালক জাহিদ আল মামুন, সহকারী রেজিস্ট্রার মাহমুদ আল জামান, রিয়াজ কাঞ্চন শহীদ, কে এম শাহাদাত হোসেন, লোকমান হোসেন মিঠু, সুইন আহমেদ, মেহেদী হাসান সহ আরো অনেকে। সভা শেষে বক্তারা আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।