দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসমুহ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্য্যের সাথে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই (বৃহস্পতিবার) সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিকাল ৪টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন-জুলাই গণঅভ্যুত্থান এর চেতনা লালন করে সমৃদ্ব দেশ গড়ায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। এ দিবস সমুহ যথাযথ পালন করতে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনসহ আন্দোলনে অংশ গ্রহনকারিদের ও তাদের পিতা-মাতাদের কমিটিতে রাখার প্রস্তাব করেন তিনি।

পাশাপাশি যারা জুলাই বিপ্লবে আহত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। জুলাই বিপ্লবে আন্দোলনকারি আহতদের সু চিকিৎসা ও তাদের খোঁজ খবর নেওয়ার কথা বলেন তিনি। সভার সুচনা বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দেওয়া কর্মসুচী যথাযথ পালন করার আহবান জানান তিনি।

সভায় উপস্থিত রাজনৈতিক, জুলাই বিপ্লবে আহত ব্যাক্তিবর্গ জুলাই গণঅভ্যুত্থান দিবস সমুহ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্য্যের সাথে পালন করার জন্য জেলা প্রশাসনকে আশ^স্ত করেন।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকিরীন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বারের সভাপতি অ্যাড. আবদুল হক, আ্যাড. শেরনূর আলী, আবুল মনসুর শওকত, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমদ, দ্বীনি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নূর, আল-হেরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলী নেওয়াজ, জাতীয় যুশক্তি কেন্দ্রীয় সংগঠক ইমনোদ্দোজা, জুলাই গণঅভ্যুত্থান আহত জহুর আলী, রিপন প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version