শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে জন্মগতভাবে আট সদস্যের দৃষ্টিপ্রতিবন্ধী পরিবার কে উপরহার সামগ্রী তুলে দিয়েছেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম এডভোকেট কাজী খানের সহধর্মিনী ও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবিদা সুলতান নাজনীন।
বুধবার সকালে পৌরসভার উজিলাব গ্রামের আট সদস্যের দৃষ্টিপ্রতিবন্ধী পরিবার কে উপরহার সামগ্রী তুলে তিনি। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর ছাত্রদের যুগ্ম আহ্বায়ক মোফাসসেল ফকির, ইঞ্জিনিয়ার সোহাগ প্রমুখ।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবিদা সুলতান নাজনীন বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু ভায়ের পক্ষ থেকে “জন্মগতভাবে দৃষ্টিপ্রতিবন্ধী এই পরিবারের পাশে দাঁড়িয়েছি। বিএনপি সবসময় সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকতে চায়।”