আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা আটপাড়া উপজেলার ৫নং তেলিগাতী ও ৬নং দুওজ ইউনিয়নে লিফলেট বিতরণ করেন এ্যাবের সাবেক সহ-সভাপতি ও “আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইন্জি. মো:মোস্তাফা-ই-জামান সেলিম। এসময় তিনি সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করেছেন এবং দলের জন্য ভোট ও সমর্থন চেয়েছেন।
এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান মোতালিব, আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মান্নান মনু, নেএকোণা জেলা বিএনপির সাবেক শিল্প বিষয়ক মোশাররফ হোসেন তালুকদার, আটপাড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, আটপাড়া উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আলী হায়দার কাঞ্চন,মাজহারুল ইসলাম মাজু, সভাপতি নওপাড়া ইউনিয়ন বিএনপি, ৫নং তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এখলাস মিয়া, ২নং শুনই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালিব সুলতু, সাবেক সাধারণ সম্পাদক রহিছক্বারী, ৬নং দুওজ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জানু মিয়া সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।