জবি প্রতিনিধি
দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের লিফটে ফ্যান না থাকায় প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে ছিলেন সাধারণ শিক্ষার্থীরা। লিফট ব্যবহারে প্রতিদিনই তাদের পড়তে হচ্ছিল দমবন্ধ অবস্থার মুখে। অবশেষে শিক্ষার্থীদের সেই ভোগান্তি লাঘবে লিফটে ফ্যান স্থাপন করলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। সোমবার (৭ জুলাই ২০২৫) দুপুরে শহীদ সাজিদ ভবনের লিফটে এই ফ্যান স্থাপন করা হয়।
পুরো কার্যক্রমের পরিকল্পনা, দিকনির্দেশনা ও বাস্তবায়নে সরাসরি যুক্ত ছিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার। এ বিষয়ে মো. শাহরিয়ার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন শুধু ক্লাস-পরীক্ষা নয়, বরং এখানে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে লিফটে ফ্যান না থাকায় শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে ছিলেন। বিষয়টি আমার নজরে আসার পর আমরা বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নিই। আমি মনে করি, শিক্ষার্থীদের কষ্ট দেখে চুপ থাকা নয়, বরং এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব।
এই ছোট উদ্যোগ যদি তাদের স্বস্তি দিতে পারে, সেটাই আমাদের বড় প্রাপ্তি।” ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে এসেছে। বক্তৃতা কিংবা মিছিলের বাইরেও মানবিক কাজের মধ্য দিয়েই আমরা নিজেদের রাজনীতির আদর্শকে বাস্তবায়ন করতে চাই।”
এ উদ্যোগের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় হলো আমাদের দ্বিতীয় বাড়ি। এখানকার পরিবেশ যেন শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
শিক্ষার্থীরাও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। ১৮ ব্যাচের শিক্ষার্থী আমির হোসেন বলেন, “গরমে লিফটের ভেতরে অবস্থান করাটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। ফ্যান লাগানোর ফলে এখন অনেকটা স্বস্তি মিলছে। এ জন্য আমরা ছাত্রদলকে আন্তরিক ধন্যবাদ জানাই।” ছাত্রদল নেতারা জানান, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ভবনের লিফটেও এ ধরনের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে তাদের।