দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিনিধি:

তাসরিফ খানের ‘কুড়েঘর’ ব্যান্ডের সুরে জমজমাট হয়ে উঠবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৫ জুলাই এই দিনব্যাপী আয়োজন ঘিরে সাজানো হয়েছে সেমিনার, ওয়ার্কশপ, সাংস্কৃতিক পরিবেশনা ও করপোরেট সংযোগমূলক নানা কার্যক্রম। প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হবে সকাল ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে সেমিনার, ওয়ার্কশপ এবং করপোরেট আলোচনাসভা।

আয়োজনে যুক্ত রয়েছে বিভাগের মার্কেটিং ক্লাব, ডিবেটিং ক্লাব এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। প্রধান আলোচক থাকবেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডেনমার্কের আলবর্গ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বখতিয়ার রানা।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক ড. সাবিনা শরমীন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মুঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। পুরো আয়োজনের সভাপতিত্ব করবেন বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক। তিনি বলেন, “শুধু আনুষ্ঠানিকতা নয়, শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে করপোরেট দুনিয়ার সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করছি।” দিনব্যাপী অনুষ্ঠানমালার চূড়ান্ত আকর্ষণ হিসেবে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে তাসরিফ খানের ‘কুড়েঘর’ ব্যান্ডের কনসার্ট।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ড দলের অংশগ্রহণে জমে উঠবে সাংস্কৃতিক সন্ধ্যা। এবিষয়ে কণ্ঠশিল্পী তাসরিফ খান তার ফেসবুক ওয়ালে লিখেন, আজ রাতে দেখা হচ্ছে প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়! প্রথমবারের মতো স্টেইজে বাংলাদেশ গাইবো আজ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version