দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি-
নেত্রকোণার দুর্গাপুরে মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মো. আলিউল আজিম। শ্রমিকের সক্রিয় এই নেতা বর্তমানে দপ্তর সম্পাদক হিসেবে শ্রমিক স্বার্থ রক্ষায় কাজ করে আসছেন। প্রার্থী আলিউল আজিম জানান, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই মূল লক্ষ্য। তিনি নির্বাচিত হলে শ্রমিকদের পাশে থেকে প্রতিটি সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবেন।’
স্থানীয় শ্রমিকদের ভাষ্য,আলিউল আজিম একজন পরিচিত মুখ, যিনি বিভিন্ন সময় শ্রমিকদের বিপদে-আপদে পাশে থেকেছেন। শ্রমিক সদস্যদের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকায় তিনি মাঠপর্যায়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। এদিকে, এই নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন প্রার্থী আলিউল আজিম। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শ্রমিকদের সঙ্গে কথা বলছেন তিনি। শ্রমিকের একাধিক সদস্য জানিয়েছেন, আলিউল আজিম নির্বাচিত হলে শ্রমিকদের জন্য আরও অনেক কিছু করা সম্ভব হবে।’