ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার অনিয়ম দুর্নীতি ও অপসারণের দাবিতে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় জনগণ ও বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (৩০ জুন) বিকেলে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় , দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসাইন বাবুল মৃধা দায়িত্ব নেওয়ার পর থেকে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর হিসাবে ফ্যাসিস্ট এর গড ফাদার আমির হোসেন আমুর সহযোগী ও আশির্বাদপৃষ্ট হয়ে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, বিএনপি সহ বিরোধী মতের উপর হামলা, মামলা, নির্যাতন এবং স্বেচ্ছাচারিতায় লিপ্ত ছিলেন। ফ্যাসিস্ট সরকারের পতন হলে তিনি বিভিন্ন মহলকে ম্যানেজ করে তার অনিয়ম দুর্নীতির কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, আপনি অবগত আছেন যে, গত ২২ জুন ২০২৫ইং তারিখ তার এ সকল কার্যকলাপে জনমনে অসন্তোষ দেখা দেয়ায় দলমত নির্বিশেষে ইউনিয়নের হাজার হাজার সাধারণ মানুষ বরিশাল পটুয়াখালি মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট মহাসড়কে নেমে আসে এবং রাস্তা অবরোধ করে তার অপসারণের দাবি জানায়, বর্তমানে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান বলেন,আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রে করছে। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।