টাঙ্গাইল প্রতিনিধিঃ
২২ জুন রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের সকল বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরন ও পথসভা করেছেন বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু।
শতাধিক মোটরসাইকেল ও বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে উপজেলার গয়হাটা ইউনিয়নের বড় বাজার সহ ছোট-বড় ১২টি বাজারের প্রায় হাজার দোকানের আগত ও দোকানীর হাতে লিফলেট তুলে দেন বিএনপি নেতা লাভলু। এসময় নেতা লাভলু, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, আপনারা বিএনপি’র ৩১ দফা দাবির লিফলেট নিজেরা পড়ে দেখুন এবং আপনার আশেপাশের সবাইকে এ বিষয়ে অবগত করুন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। এর ধারাবাহিকতায় ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাজ করেছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের মনের কথা বোঝেন তাই তিনি আপনাদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের লক্ষে ৩১ দফা দাবি ঘোষণা করেছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ এসব দাবির বাস্তবায়ন করবেন তিনি।
দল যাকে যোগ্য মনে করবেন, তাকেই নমিনেশন দেবেন। এ লিফলেটে আমার রাজনৈতিক পরিচয়ও রয়েছে। বিএনপি’র স্বচ্ছ ও যোগ্য প্রার্থীকে আপনার সমর্থন দিলে ইনশাআল্লাহ আপনাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। আমি আপনাদের মত একজন সাধারণ মানুষ এবং বিএনপির একজন কর্মী। আপনাদের ভালোমন্দই আমার ভালোমন্দ। আমি নিজে অন্যায় করি না এবং অন্যায়কে প্রশ্রয়ও দেই না।
ইনশাআল্লাহ ভবিষ্যতেও কখনো অন্যায়কে প্রশ্রয় দেবো না। আপনারা আমার এই কথা রেকর্ড করে রাখুন বা সংরক্ষণ করে রাখুন। ভবিষ্যতে যদি কখনো কোনদিন আমি রাজনীতিতে মনোনয়ন পেয়ে এমপি হই, কখন ও যদি কোন দুর্নীতি করি আমার মুখের ওপর বলবেন। ইনশাআল্লাহ আমি পাগল হয়ে না গেলে আমি নীতি, আদর্শে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অবিচল থাকবো।
উল্লেখ্য রবিউল আউয়াল লাভলুর দীর্ঘ রাজনৈতিক সংপৃক্ততাঃ ১৯৮৪ সালে হাজি মোহাম্মদ মহসিন হল থেকে শুরু। ১৯৮৯ সালে তিনি এ হলের ক্রিড়া সম্পাদক নির্বাচিত হন পরে ৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে ১৯৯৩ সালে কেন্দ্রীয় ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ২০০৯-২০১৮ সাল পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিএসএফ হিসেবে দায়িত্ব পালন করেন এবং নাগরপুর উপজেলা বিএনপির সন্মানিত সদস্য মনোনীত হন।
২০১০ সালে ঢাকা মহানগর বিএনপির সদস্য পদ পেয়ে ২০১১ সালে টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৭ সালে টাঙ্গাইল জেলা বিএনপির সন্মানিত সদস্য মনোনীত হন। ২০২০ সালে কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি এবং ২০২২ সালে পুনরায় নাগরপুর উপজেলা বিএনপির সন্মানিত সদস্য মনোনীত হন।
গয়হাটা ইউনিয়নে লিফলেট বিতরনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি তোফায়েল আহাম্মেদ বাছেদ, নিয়ামত আলী সুইট, নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান, সাংগঠনিক মীর সোহেল রানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক দেলোয়ার হোসেন, নাগরপুর সরকারি সাবেক ভিপি ও সহ-প্রচার সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, গয়হাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক নাছিরুল ইসলাম হেলাল, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, যুগ্ম আহবায়ক জিএস ইকবাল কবির, এলিম মাহমুদ, আলতাফ হোসেন, আজিজুল, উপজেলা ওলামা দলের সভাপতি মো. আবু বকর সিদ্দিক, গয়হাটা যুবদলের আহবায়ক সোহেল খান, জেলা ছাত্রদলের সাবেক সদস্য ইমন আহামেদ ইমু, যুব দলের শামসুল, মানিক, পারভেজ সহ নাগরপুর উপজেলা বিএনপি, গয়হাটা ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন স্তরের নেতা ও কর্মীবৃন্দ।