দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ঝালকাঠি সদর হাসপতাল সহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে সকল ধরণের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন ও ঝালকাঠি সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবীর।

রবিবার (২৫ মে) দুপুর ১২টায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ে অ্যাডভোকেসি অধিপরামর্শ সভায় এই আশ্বাস দেন তিনি। টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) এর আয়োজনে এই সভার আয়োজন করা হয়।

অধিপরামর্শ সভায় সনাকের পক্ষ থেকে জানানো হয়, জেলা সদর হাসপাতালের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোর স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়ন প্রয়োজন। এক্ষেত্রে যেসব প্রতিবদ্ধকতা রয়েছে তা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিভিল সার্জনের নিকট অনুরোধ জানান সনাক সদস্যবৃন্দ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র বিশেষায়িত মোবাইলভিত্তিক এপস্ (প্যাক্টঅ্যাপ) এর মাধ্যমে কমিউনিটি মনিটরিং এবং সেবা গ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন সভার মাধ্যমে প্রাপ্ত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হয় বলে সভায় সিভিল সার্জনকে অবহিত করা হয়।

সনাকের সহযোগী অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সদস্যদের পক্ষ থেকে ঝালকাঠি সদর হাসপাতাল, কীর্তিপাশা ১০শয্যা বিশিষ্ট হাসপাতাল ও বিনয়কাঠি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সমস্যা ইতোমধ্যে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিকট তুলে ধরার ফলে কর্তৃপক্ষ বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছেন। এর ফলে বেশিরভাগ সমস্যা সমাধান হয়েছে বলে সভায় উপস্থাপন করা হয়। তবে এখনও যে সকল সমস্যা বিদ্যমান রয়েছে সেগুলো দূরীকরণে সিভিল সার্জনকে অনুরোধ জানান সনাক সদস্যগণ।
ঝালকাঠি সদর হাসপাতালের এক্স-রে, আলট্রাসনোগ্রামসহ যেসকল সেবা বন্ধ রয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে চালু করা, চিকিৎসক কর্তৃক রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার/ক্লিনিক থেকে পরিষেবা নেওয়ার পরামর্শ না দেয়া, জরুরি বিভাগ, ইনডোর এবং আউটডোর বিভাগে ডাক্তার ও নার্সদের নিকট থেকে যথাযথ সেবা প্রাপ্তি নিশ্চিত করা, দালালদের হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহণ, তথ্যভিত্তিক বিভিন্ন বোর্ড যেমন-চার্জের সময়সূচী, ডাক্তার ও নার্সদের ডিউটি রোস্টার, খাবারের মেনু, পরিদর্শনের সময়, অ্যাম্বুলেন্স পরিষেবা, ওষুধের তালিকা, অভিযোগ নিষ্পত্তি পদ্ধতি ইত্যাদি দৃশ্যমান স্থানে টানানো ও নিয়মিত হালনাগাদ করার বিষয়ে অনুরোধ জানান সনাক সদস্যরা। এছাড়া হাসপাতালের ডাক্তার ও অন্যান্য জনবল সংকট, নতুন ভবন হস্তান্তর ইত্যাদি সমস্যা সমাধানে স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের জন্য অনুরোধ করেন তারা।

পাশাপাশি সদর উপজেলার কীর্তিপাশা ১০শয্যা বিশিষ্ট হাসপাতাল ও বিনয়কাঠি ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের মানোন্নয়নে ডাক্তার সংকট নিরসন, ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মী নিকট থেকে যথাযথ সেবা প্রাপ্তি নিশ্চিত করা, খাবার স্যালাইন-ঔষধের সরবরাহ বৃদ্ধি, তথ্য বোর্ড দৃশ্যমান স্থানে টানানো ও নিয়মিত হালনাগাদ করা, সুপেয় খাবার পানির জন্য গভীর নলকূপ স্থাপন, নারী ও প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিতকরণ (র‌্যাম্প, ওয়াশরুম/টয়লেট), বাউন্ডারী ওয়াল নির্মান, স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরীন রাস্তা সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়। যেসকল সমস্যা স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব নয়, তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতেও আহ্বান জানান সদস্যবৃন্দ। সনাকের পক্ষ থেকেও টিআইবি’র প্রধান কার্যালয়ের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ কার্যক্রম পরিচালনা করা হবে বলেও সভায় অবহিত করেন সনাক সদস্যবৃন্দ।

সনাকের পক্ষ থেকে যে সকল বিষয় উপস্থাপন করা হয়েছে তা সমাধানে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন কাম সদর হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবীর।
তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নে ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর। আমি ঝালকাঠিতে যোগদান করে ইতোমধ্যে সদর হাসপাতালে রোগিদের জন্য একটি অবজারভেশন রুম চালু করেছি, এক্স-রের ফিল্ম কেনার জন্য উদ্যোগ নেয়া হয়েছে, আলট্রাসনোগ্রামও শীঘ্রই চালু করা হবে। নতুন ভবন দ্রুত হস্তান্তরের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। দালালদের হয়রানিসহ অন্যান্য স্থানীয় সমস্যা রোধে শীঘ্রই জেলা প্রশাসনের সাথে যৌথ প্রচেষ্টা চালানো হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কেউ প্রতিবন্ধকতা তৈরী করলে বা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে জানাবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তের সভাপতিত্বে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস, সনাক’র স্বাস্থ্য বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম তালুকদার, কবিতা হাওলাদার, অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সমন্বয়ক আরিফুর রহমান রায়হান, কামনা কর্মকার, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের দলনেতা মো. শাহরিয়া পাপন, ইয়েস সদস্য রিমন মাহমুদ, শাকিব খান প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version