ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) শেরপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী স্বাধীন ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী আনিসুর রহমান আকাশ মনোনীত হয়েছেন।
রবিবার(২৫ মে) সংগঠনটির উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নব গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন,সহ-সভাপতি রোমান মিয়া, সোহানুর রহমান আবির, সিদরাতুল মুনতাহা ও রাশেদুজ্জামান রাশেদ। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইমরান, সোলাইমান ও শাকিল আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক রিয়াদ হাসান রাব্বি, সোহানুর রহমান শিমুল, নাদিরা নিশি ও হৃদয় হাসান আকাশ। অর্থ সম্পাদক মনির হোসেন, সহ অর্থ সম্পাদক তাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল আলিম, সহ দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক, প্রচার সম্পাদক ফারদিন আহমেদ হিমেল, সহ প্রচার সম্পাদক ইমরান নাজির, আইন বিষয়ক সম্পাদক নিশাত তামান্না তুষ্টি, সহ আইন সম্পাদক সাজ্জাদ হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব, শিক্ষা বিষয়ক সম্পাদক আতকিয়া লিজা, সহশিক্ষা বিষয়ক সম্পাদক আবিদা সুলতানা বিভা, ছাত্রী বিষযককম্পাদক সুমাইয়া জাফরীন মুন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কণিকা আক্তার ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুবাশ্বির রহমান আদিব।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন,
নাজমুস ছাকিব, হাফছা বিনতে হাবিব, কামরুল হাসান,মাফরোহা নাজিহা জান্নাত অর্নি, সাইফুজ্জামান শান্ত, আরিফা আক্তার আঁখি, কাকলী খাতুন, উম্মে সায়মা ইসলাম, ফারিয়া জান্নাত রিয়ামনিও নাঈমা জান্নাত।
নবমনোনীত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আকাশ বলেন, ‘ছাত্রকল্যাণ কমিটি গঠনের মাধ্যমে আমাদের সংগঠন একটি গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করেছে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, তাদের সমস্যার সময় পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানই আমাদের মূল লক্ষ্য। একজন সেক্রেটারি হিসেবে আমি প্রতিটি সদস্যের দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করছি। আমরা সম্মিলিতভাবে একটি ইতিবাচক, সহানুভূতিশীল ও উদ্দীপনাময় পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’