নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আব্দুল মজিদ খান ওরফে আবুল মিয়া (৫৭) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেফাতর করেছে থানা পুলিশ। তিনি উপজেলার নারানন্দিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং নরনারায়ণপুর গ্রামের গ্রামের মৃত আব্দুল হামিদ খানের ছেলে।
শনিবার (২৪ মে) দুপুরের দিকে গ্রেফতারকৃত কৃষকলীগ নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
এরআগ গতকাল শুক্রবার দিবাগত রাতে নরনারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে আবুল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেফতারকৃত ইউনিয়ন কৃষকলীগ নেতা গত বছরের এক ডিসেম্বর দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন। গ্রেফতারেরর পর আজ (শনিবার) দুপুরে দিকে আবুল মিয়াকে আদালতের প্রেরণ করা হয়। পরে আদালতে তাকে কারাগারে প্রেরণ করেছেন বলে জানান তিনি।