দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঈদুল আযহার শুভেচ্ছা ফেস্টুন-পোষ্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি’র দুপক্ষের দ্বন্ধে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম সফু (৪০) নামে এক করাতকল শ্রমিক নিহত ও কমপক্ষে ছয়জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ মে) রাত ৮ ঘটিকার সময় বাকলজোড়া ইউনিয়নের পুর্ব বাকলজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম সফু একই এলাকার মৃত তারাব উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসীরা জানান, পুর্ব বাকলজোড়া এলাকার সন্তান এবং দুর্গাপুরে ডিগ্রীর কলেজের সাবেক শিক্ষক ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদ আগামী ঈদুল আযহা উপলক্ষে দুর্গাপুর ও উপজেলার আশপাশের বেশকিছু এলাকায় ঈদ শুভেচ্ছার ফেস্টুন-পোষ্টার টাঙ্গানোর জন্য এলাকায় প্রেরণ করেন। এসব ফেস্টুন-পোষ্টার দুর্গাপুর বাজারসহ বিভিন্ন এলাকায় লাগাতে গেলে উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন মাস্টার বাঁধা দেন।

অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদ এ বিষয়টি জামাল উদ্দিন মাস্টারের পিতা ইমাম হাসান আবুচান ও দুর্গাপুর থানার ওসিকে জানান। এতে জামাল মাস্টার আরো ক্ষিপ্ত হয়ে  রাত ৮টার দিকে ৩০-৩৫টি মোটর সাইকেলে তার সমর্থকদের নিয়ে পুর্ববাকলজোড়া গ্রামে হামিদুর রহমান রাশেদের বাড়িতে হামলা চালায়ি ব্যাপক ভাংচুর করে এবং ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ হামলায় হামিদুর রহমান রাশেদের ভাতিজা শফিকুল ইসলাম সফু (৪০) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়াও আলমগীর হোসেন (৩০), সৌরভ (২৪), শাকিল (৩২), লালচান মিয়া (৪৯), বাবুল মিয়া (৪২), মানিক মিয়া (৩০) সহ আরো অনেকেই ওই হামলায় গুরুতর আহত হয়েছেন। 

গুরুতর আহত কালাচান মিয়া (৪৬) বলেন, হামলার সময় জামাল উদ্দিন মাস্টার কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে এবং শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এর পরপরই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করেছে। ঘটনার পর দুর্গাপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

হত্যাকান্ড নিয়ে হামিদুর রহমান রাশেদ সাংবাদিকদের বলেন, হামলার বিষয়ে আমি মানসিক কষ্টের মধ্যে আছি। এনিয়ে আগামীকাল (শুক্রবার) জানাযার পর আপনাদের (গণমাধ্যম) সাথে কথা বলবেন বলে জানান। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে প্রেপ্তারের চেষ্টা চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version