রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০ টায় ফুলছড়ি উপজেলা পরিষদ সভা কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আয়োজনে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিআরইএ প্রকল্পের প্রজেক্ট অফিসার সুলতানা বাহার’র পরিচালনায় ও ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার তাজুল ইসলাম আল বেরুনী, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জের পক্ষে সাদিক, জেন্ডার চাইল্ড প্রটেকশন এন্ড সেফগাডেনিং SKS প্রধান কার্যালয় থেকে আগত প্রকল্প সম্বয়কারী উম্মে কুলছুম ইলা, যুবদলের সদস্য নুরুল ইসলাম, নারীদলের সদস্য মাজেদা বেগম সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, ক্রিয়া প্রকল্প ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের বিভিন্ন দলের সদস্য সহ প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপরে, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নে নারীবান্ধব বন্যা আশ্রয়কেন্দ্র স্থাপন ও সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। দাবি গুলো হইলো, ১. ফজলুপুর ইউনিয়নের সকল জনগণের জন্য যতদ্রুত সম্ভব নারী-বান্ধব বন্যা আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা, ২. ফুলছড়ি ইউনিয়নের আশ্রয় কেন্দ্র মেরামত করা, ৩. বন্যা পরবর্তী মোকাবেলার জন্য পর্যাপ্ত আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণসহ তদারকি করা, ৪. নিরাপদ টয়লেট, নিরাপদ পানি, সেনেটারি প্যাড, হাতধোয়া এবং হাইজিন শিক্ষা এবং তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা, ৫. সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে উঠান বৈঠকের ব্যবস্থা করা এবং সমন্বিতভাবে কাজ করা, ৬. বন্যা সহনশীল ফসলের বীজ স্বল্পমূল্য ও বিনামূল্যে প্রদান করার ব্যবস্থা করা, ৭. বন্যাকালীন সময়ে বিনামূল্যে প্রাণিসম্পদের জন্য ভ্যাকসিনের ও ঔষুধ প্রদানের ব্যবস্থা করা, ৮. পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ফিটকিরি ও বিশুদ্ধ পানি সরবরাহ করা, ৯. স্থানীয়ভাবে চলাফেরার জন্য ড্রামের ভেলা তৈরি করা, ১০. বন্যার পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহ জরুরী ভিত্তিতে মেরামতের ব্যবস্থা করা।