জবি প্রতিনিধি
দৈনিক সমকাল পত্রিকার সহযোগী সংগঠন ‘সুহৃদ’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমকাল পত্রিকার প্রতিনিধি ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আব্দুর রাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ সেশনের সাফা খাতুন।
এছাড়াও কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন, দপ্তর সম্পাদক শোয়াইব বিন আকবর, প্রচার সম্পাদক তাহমিদ রাদ, অর্থ ও সম্পাদনা বিষয়ক সম্পাদক লাবিব বসুনিয়া, নারী বিষয়ক সম্পাদক আফিয়া ফারহানা প্রমি মনোনীত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে এবং ক্যাম্পাসে একটি সুস্থ ও জ্ঞানভিত্তিক পরিবেশ গঠনে বদ্ধপরিকর। সমকাল সুহৃদ সমাবেশ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সমকাল সুহৃদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে আমাকে সভাপতি হিসেবে নির্ধারণ করায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সমকাল পরিবার ও অন্যান্য সকল শুভাকাঙ্ক্ষীকে।
আশা করি আমাদের সৃজনশীল কাজ ও সহযোগিতামূলক সামাজিক কাজের মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব বোধ জাগ্রত করা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরো সমুন্নত করতে পারব।” সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, “সমকাল সুহৃদ জবি ২০২৫ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি সমকাল পরিবার ও আমাদের শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব শুধু একটি পদ নয়, বরং একটি সুযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কিছু করার। আমাদের নতুন কমিটি বিশ্বাস করে, একতা, সহমর্মিতা ও সৃজনশীলতার সমন্বয়ে একটি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
আমরা শিক্ষার্থীদের চাহিদা, মতামত ও স্বপ্নকে গুরুত্ব দিয়ে কাজ করে যেতে চাই। সময়ের প্রগতিশীল চেতনা ধারণ করে আমরা একে অন্যের পাশে থেকে, জবির পরিবেশকে আরো সুন্দর ও প্রাণবন্ত করে তুলতে চাই। এজন্য সবার সহযোগিতা ও ভালোবাসা একান্ত কাম্য।” নতুন এই কমিটি আগামী এক বছর তাদের দায়িত্ব পালন করবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে বলে আশা করা যাচ্ছে। কমিটির পক্ষ থেকে শীঘ্রই তাদের কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।