টাঙ্গাইল প্রতিনিধিঃ
গতকাল সাকলে জব্বর মিয়াকে তার বাড়িতে গিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগে বিএনপি নেতা বাদশা মিয়া সহ সকল খুনিদের ফাঁশির দাবিতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এক মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। জব্বার হত্যার অভিযুক্ত বাদশা সহ সকল দোষীদের ফাঁশির দাবিতে, ২০ মে মঙ্গলবার সকাল ১০টায় সুদামপাড়া গ্রামের সর্ব স্তরের মানুষ রাস্তায় নেমে আসে।
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সুদামপাড়া বাজারের প্রধান সড়কে নেমে আসে। এসময় জব্বার মিয়ার হত্যাকারী নাগরপুর উপজেলা বিএনপির নেতা মো. বাদশা মিয়ার ফাঁশি দাবি জানায় বিক্ষোভকারীরা। এছাড়াও এ হত্যার সাথে বাদশার সকল সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় ঝাড়ু মিছিল করে জনতা। এসময় বাদশার ছবিতে মহিলারা ঝাড়ু পেটা করে।
জব্বার হত্যার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় মানববন্ধনের এলাকাবাসী। উল্লেখ্য, এ বিষয় নাগরপুর থানায় গতকাল ১৯.০৫.২০২৫ তারিখে, ১২ নং ক্রমিকে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ মামলার এজাহার ভুক্ত আসামি সুদামপাড়া পূর্ব পাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. বিল্লাল হোসেন (৫৭) কে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। নাগরপুর থানা পুলিশের সাথে কথা বলে জানা যায়, জব্বার মিয়া হত্যার ঘটনায় অভিযোগ পাওয়ার পরই এক অভিযানে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এস.আই. সাখাওয়াত হোসেন সাদ্দাম, সঙ্গীয় ফোর্সসহ এ মামলার এজাহার ভুক্ত আসামি বিল্লাল কে গতকাল গ্রেফতার করতে সক্ষম হয়।