দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জলঢাকা:

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা সমাজসেবা অফিসের সার্বিক আয়োজনে বুধবার (২১ মে) দুপুর সারে ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ,জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক নুসরাত জাহান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা পুরবী রাণী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, হিসাব রক্ষক কর্মকর্তা আব্দুল আলিম, উপ-সহকারী পাট কর্মকর্তা প্রীতম কুমার রায় ও নর সুন্দর সমিতির সভাপতি, সফিকুল ইসলাম প্রমূখ।

  সেমিনারে সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানানমুখী উদ্যোগ গ্রহণ করেছে। বংশ পরম্পনায় চলমান এ সব পেশাজীবীদের আরো আধুনিকায়ন ও সহজীকরণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমরা সরকারের সে লক্ষ বাস্তবায়নে কাজ করছি। উক্ত সেমিনারটি সার্বিক সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: কামরুজ্জামান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version