দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
“মাদক ও বাল্য বিয়েকে না বলুন” এই স্লোগানে নেত্রকোনার দুর্গাপুরে বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। এ সময় এসব প্রতিরোধে শপথও নিয়েছে। বুধবার (২১ মে) দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নবম শ্রেণির শিক্ষার্থী মারুফা তাসমিম জানায়, আমরা আজ জেনেছি আমাদের আশপাশে বাল্য বিবাহ হলে করনীয় সম্পর্কে। আমরা সবাইকে সচেতন করতে পারি এবং বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারি।
তাছাড়াও মাদক সমাজের ক্ষতি করে যে মাদক দ্রব্য সেবন শুধু তার একার ক্ষতি করেনা তার পরিবারেরও ক্ষতি করে তাই আমরা মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়েছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বাল্য বিয়ে ও মাদকের কুফল বিষয়ে আলোচনা করেন। উল্লেখ করেন, গত ছয় মাসে চারটি বাল্য বিবাহ করেছেন।
তিনি বলেন, বাল্যবিবাহ ও মাদক একটি জাতিকে রুগ্ন ও মেধাশূণ্য করে দেয়। সচেতনতাই পারে এটি রোধ করতে। বিশেষ করে বাল্য একটি মেয়ে শারীরিক ঝুঁকিতেই পড়ে না, তা পরবর্তি প্রজন্মকেও ঝুঁকিতে ফেলে। তেমনি মাদক সেবনে শুধু একজন ব্যক্তিকেই নষ্ট করে না ,তার পরিবারকেও ধ্বংস করে দেয়।
বাল্য বিবাহ ও মাদক সেবনের খবর যেকোনো মূহুর্তে প্রশাসনকে দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ-সময় সংগঠনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান, সমাজ সেবা অফিসার মাসুল তালুকদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।