আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আওয়ামী সরকার পতনের পর জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা যখন আত্মগোপনে রয়েছেন, ঠিক তখনই আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন যুবলীগ নেতা ও বর্তমান ইউপি সদস্য সাদ্দাম হোসেন। তিনি ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ১নং বৈরাগ ইউনিয়ন যুবলীগের সক্রিয় নেতা। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী শাসনামলে যুবলীগ নেতা সাদ্দাম হোসেন ছিলেন যেন মূর্তিমান আতঙ্ক। আওয়ামীলীগের পতনের পরেও থামছে না এই যুবলীগ নেতার তান্ডব।
৫ আগস্টের সরকার পতনের পর অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে গেলেও সাদ্দাম হোসেন তখন থেকেই প্রকাশ্যে অবস্থান করে দাপট দেখিয়ে চলেছেন। বর্তমানে ফেইসবুকেও আওয়ামীলীগের পক্ষে কার্যক্রম চালাচ্ছেন তিনি। যুবলীগের খোলস পাল্টে বিভিন্ন এলাকায় ইউপি সদস্য পরিচয় দিয়ে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা মোঃ নজরুল জানান, সাদ্দাম হোসেন যুবলীগের ক্যাডার ছিলেন।
আগে যুবলীগের পরিচয়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করলেও বর্তমানে ইউপি সদস্য পরিচয়ে দুর্দান্ত দাপটের সঙ্গে এখনো চালিয়ে যাচ্ছেন তার কর্মকান্ড। তিনি এখনো সক্রিয়ভাবে আওয়ামীলীগের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফেইসবুকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্ট্যাটাসও দিয়ে যাচ্ছেন।
পুলিশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের গ্রেফতার করলেও সাদ্দাম হোসেন বহালতবিয়তে রয়েছেন। ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে লাঘব বোয়ালরা। তাই পুলিশের দৃষ্টি আকর্ষণ করব নিরহ মানুষকে আটক না করে যারা লাঘব বোয়াল তাদেরকে আটক করুন। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, পুলিশ অভিযান চালিয়ে অনেক আওয়ামীলীগের নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। রাঘব বোয়ালদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।