দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় স্থানীয় ক্রীড়া সংগঠন রেনেসাঁ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়াকে নির্মমভাবে হত্যা ও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুর সাড়ে ১২টায় রেনেসাঁ ক্লাব ও এলাকাবাসীর আয়োজনে পূর্বধলা রেলওয়ে স্টেশন চত্বর থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রেজওয়ানা কবির এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন রেনেসাঁ ক্লাবের সভাপতি এস. এম. শহীদ, সাধারণ সম্পাদক মাজহারুল আলম, সাবেক ছাত্রদল, যুবদল ও কৃষক দলের সভাপতি আ. মান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, ক্লাবের যুগ্ম-সম্পাদক নাসিম খান, এসি ক্লাবের সেক্রেটারি আমিনুল হক, পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ এবং নিহত রুবেলের পিতা মো. আবুল কাশেম।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডের দীর্ঘদিন পরেও এখনো মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে। তাঁরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেনা। এ সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করা হলে পূর্বধলা থানা ও উপজেলা প্রশাসন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। একইসঙ্গে তাঁরা পূর্বধলা থানার ওসির অপসারণ দাবি করেন। নিহত রুবেলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ আহবান জানান বক্তারা।

উল্লেখ্য, রেনেসাঁ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া পেশায় মোটরসাইকেল চালক ছিলেন। গত ৭ মে বিকেলে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন ৮ মে বিকেলে পূর্বধলার জারিয়া ইউনিয়নের ছনধরা গ্রামের একটি ধানক্ষেতে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের দুই পা বস্তা দিয়ে বাঁধা ছিল এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিও খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয়রা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version