রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সবাইকে শোক সাগরে ভাসিয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম ভুঁইয়া। সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার উত্তর কাঠুর (জোরভিটা) নামক এলাকার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবুল কাশেম ভুঁইয়া।
এদিকে তার জানাজায় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, আলেম উলামা, ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্থানীয় বাসিন্দা ও আত্মীয় স্বজনরা স্বত:স্ফুর্তভাবে অংশ নেন। আবুল কাশেম ভুঁইয়া উত্তর কাঠুর গ্রামের মৃত ইজ্জত আলী ভুঁইয়ার ২য় ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর।
তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনী, সহকর্মী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি, বন্ধু-বান্ধব ও শুভা কাঙ্খীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। এদিকে তার জানাজার প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ, উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও সোলাইমান সরকার শহীদ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক স্বপন সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃত্ববৃন্দ। উল্লেখ্য, সকাল ৬টায় উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর (জোড়ভিটা) গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন আবুল কাশেম ভুঁইয়া। পরে দুপুরে তার মৃত্যুতে উপজেলা বিএনপি শোকবার্তা দেন।


