রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
মোঃ মহসিন উদ্দিন কে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক এর দায়িত্ব দেওয়ায় গাজীপুরের নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে চলেছে। মোঃ মহসিন উদ্দিন গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এর দায়িত্বে ও আছেন। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক জনার নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদন ক্রমে জাতীয় যুব শক্তির ১৩৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে ১৭ মে (শনিবার)।
উক্ত কমিটিতে মোঃ মহসিন উদ্দিন কে কেন্দ্রীয় সংগঠক এর দায়িত্ব দেওয়া হয়। মোঃ মহসিন উদ্দিন জানান, আমি দীর্ঘ দিন যাবত আন্দোলন সংগ্রামের সাথে জড়িত। নিরাপদ সড়ক আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরে একজন সামনের সারির যোদ্ধা আমি। জীবনের শেষ দিন পর্যন্ত গাজীপুর সহ সারাদেশের মানুষের জন্য আমি কাজ করে যেতে চাই।