দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫৬ বোতল বিদেশী মদ ও প্রাইভেটকার সহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ময়মনসিংহ হতে কিশোরগঞ্জ গামী একটি প্রাইভেটকার পৌর শহরে প্রবেশ করে বেপরোয়া গতিতে চাপা দিয়ে পথচারীদের আহত ও রাস্তায় চলাচলকারী যানবাহনের ক্ষতি সাধন করে মহাসড়কের শিমুলতলী নামক স্থানে এক বিদ্যুতের খুটির সাথে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

এসময় স্থানীয় জনতা প্রাইভেটকারে রক্ষিত কার্টুন ভর্তি কিছু বিদেশী মদের বোতল লুট করে নিয়ে যায়। খরব পেয়ে ঈশ্বরগঞ্জ থানার এসআই ওমর ফারুক রাজুর নেতৃত্বে এসআই আবু সাঈদ, এএসআই ফারুক হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। থানায় আনার পর প্রাইভেটকারের পিছনের বক্স ও সিটের নিচ থেকে ৫৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ ৭২ হাজার টাকা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ জানায়, প্রাইভেটকারের মাধ্যমে মদ পাচারকারী ব্যাক্তি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাঙ্গাটি কেওড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে রোকনুজ্জামান (২১)।

সে নিজে মদ্যপান করে গাড়ি চালিয়ে ঈশ্বরগঞ্জ এলাকার প্রায় ১৫জনকে গুরুতর আহত করে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাঝে গুরতর আহতরা হলেন, উপজেলার চর আলগি গ্রামের মামুন মিয়া (৩৫), খৈরাটি গ্রামের বাচ্চু মিয়া (৪৫), ধামদী গ্রামের চম্পা বেগম (৩৫), বডজোড়া গ্রামের বিপুল মিয়া (২২),লক্ষীগঞ্জ গ্রামের ফরিদ মিয়া (২৫), কুল্লাপাড়া গ্রামের মিতুল (২২) ও ময়মনসিংহ সদর উপজেলার শাহনাজ পারভীন (৩০)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, রাতেই অভিযান চালিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় গাড়ি চালক রোকনুজ্জামানকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সড়ক পরিবহন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দকৃত বিদেশী মদের বোতল থানা হেফাজতে রয়েছে। আদালতের নির্দেশে সে গুলো ধ্বংস করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version