দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি বিজ্ঞান উৎসব -২০২৫’ এর আয়োজন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা। সোমবার (১৯ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা একাডেমিক ভবনের ১০১ নং কক্ষে ‘প্রোগ্রামিং কন্টেস্ট’ এর মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান।

এ সময় ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ছাত্রকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ শাখার সভাপতি শোয়াইব আহম্মেদসহ বিজ্ঞান অনুষদ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া আগামীকাল এ অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষার্থীদের বিজ্ঞান উৎসবে প্রতিযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াড, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী ও রুবিক্স কিউব প্রদর্শনীর জন্য ৫৫ টি স্টল তৈরি করেছে সংগঠনটি। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার থাকবে পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারী জন্য থাকবে সার্টিফিকেটের ব্যবস্থা।গত ১৬ মে পর্যন্ত এই প্রোগ্রামের রেজিস্ট্রেশনের সময় সীমা নির্ধারণ করা হয়। এ অনুষ্ঠানে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ গ্রহণ করবে।

উদ্বোধনকালে ইবি শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘ছাত্রশিবির শুধু রাজনৈতিক সংগঠন নয়। তাদের কাজ রাজনীতি করা না, তবে তারা রাজনীতি সচেতন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশকে নিয়ে তারা ভাবে। ছাত্রশিবির হচ্ছে একটি আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। রাসূল সাঃ প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার আদর্শ মানুষ তৈরির জন্য যে কাজ করা দরকার সেটাই করে যাচ্ছে ছাত্রশিবির। এরই ধারাবাহিকতায় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা আয়োজন করেছি এই সাইন্স ফেস্টের।

তিনি আরও বলেন, ‘আমাদের মাঝে অনেক প্রতিভা আছে কিন্তু সেইগুলো অ্যাপ্রিশিয়েট করার মত লোক নেই। তাদের জায়গা তৈরি করে দেয়া হচ্ছে না। ছাত্রশিবির এই উদ্যোগ নিয়েছে যার মধ্যে যে প্রতিভা আছে তা বিকশিত হোক। দেশের মানুষ দেখুক, সরকার দেখুক। তাদেরকে উৎসাহ দিক, পেট্রোনাইজ করুক। আমরা আশা রাখি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে দেশসেরা, বিশ্বসেরা সাইন্টিস্ট বের হয়ে আসবে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version