মো. মাসুম বিল্লাহ, দ্যা মেইল বিডি প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৩ নং ভরাডোবা ইউনিয়নের সভাপতি, আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সাবেক সদস্য শিক্ষানুরাগী, আনন্দ মোহন কলেজ হতে সমাজকর্ম বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন, একইসাথে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ফাযিল পাশ, মো. রাকিব হাসানকে পুরুড়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা থেকে এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। এডহক কমিটির মেয়াদ ০৬(ছয়)মাস পর্যন্ত বলবৎ থাকবে। বর্তমান এডহক কমিটির সময়সীমার মধ্যে বিধি মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
০৪(চার)সদস্য বিশিষ্ট এডহক কমিটিতে মো. রাকিব হাসান সভাপতি, আবুল হাসানকে সাধারণ শিক্ষক সদস্য, মো. আলাউদ্দিনকে অভিভাবক সদস্য ও অত্র মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলামকে সদস্য সচিব করে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা হতে কমিটির অনুমোদন দেওয়া হয়।