সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। এসব শ্রমিকরা এই নদীটি দ্রুত খুলে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ (১৮ মে) রবিবার দুপুরে যাদুকাটা নদীর দুই পাড়ের খেটে খাওয়া শ্রমিকদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন যাদুকাটা শ্রমিক ও ব্যাবসায়ী সমিতি সভাপতি,মো: আব্দুল সাহিদ ও সাধারণত সম্পাদক মো হাঁকিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ হওয়ায় নদীর দুই পাড়ের হাজারো শ্রমিক মানবেতর জীবনযাপন করছে। বিকল্প কোন কর্মসংস্থানের সুযোগ না থাকায় স্ত্রী সন্তান নিয়ে বিপাকে পড়েছে তারা। অভাব-অনটনের কারনে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে। তাই দ্রুততম সময়ের মধ্যে যাদুকাটা নদী খোলে দেওয়ার দাবী জানান বক্তারা।