দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য’র আয়োজনে ‘Training on Leadership’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫মে) বিশ্ববিদ্যালয় টিএসসিসির ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের শেষ দিন ছিল আজ। তরুণদের দক্ষ ও নেতৃত্ব গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৪০ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আশিফা ইসরাত জুঁই, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া রহমান প্রমি ও বর্তমান সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা। এ ছাড়া প্রশিক্ষক হিসেবে ছিলেন কামরুল ইসলাম রিপন।

সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, তারুণ্য স্বেচ্ছাসেবার পাশাপাশি ব্যক্তি উন্নয়নেও কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিবছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, কর্মশালা, ও সেমিনারের আয়োজন করে থাকে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় এ লিডারশীপ ট্রেনিং এর আয়োজন। যেখানে তারুণ্যের প্রতিটি সদস্য দক্ষ ও যোগ্য নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হয়ে উঠবে, যারা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি তারুণ্যের এ আয়োজন প্রতিবছর অসংখ্য নেতৃত্ব গড়ে তুলে যা নিঃসন্দেহে প্রশংসনীয়।’

সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, ‘যারা ট্রেনিংপ্রাপ্ত হয়েছেন তারা ট্রেনিং থেকে প্রাপ্ত শিক্ষাগুলো শুধু সনদপত্রে সীমাবদ্ধ না রেখে বরং বাস্তব জীবনে কাজে লাগিয়ে একজন সুদক্ষ নাগরিক হয়ে উঠবেন সেই আশা রাখি।’

উল্লেখ্য, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠার পর থেকে রক্তদান কর্মসূচি, বৃদ্ধাশ্রমে সহায়তা, সচেতনতামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, তারুণ্য লাইব্রেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লিডারশীপ ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণসহ বিভিন্ন ধরণের জনকল্যাণমুলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version