দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে মহাদেও নদী থেকে উত্তোলিত বালু পরিবহনের সময় সাতটি ট্রাক জব্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি এই ট্রাকগুলো আটক করেন। পরে গাড়িগুলো বালুসহ চালকদের সঙ্গে কলমাকান্দা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত গাড়িচালকদের মধ্যে রয়েছেন নেত্রকোনার আমিনুল ইসলাম, আজিজুল ইসলাম, মো. শাকিল, মো. রুবেল, মো. নিজাম উদ্দিনসহ সাতজন।

তারা জানান, উপজেলার রংছাতি মোড়ে মাদরাসা এলাকার আনোয়ার, জুয়েল ও হাসানো গাঁওয়ের রুবেলের কাছ থেকে প্রতিটি গাড়ির বালু ১২ হাজার টাকায় কিনে নেন। তবে শুধু বালু কিনেই থেমে থাকে না চালকদের খরচ। কলমাকান্দা বাজার পার হওয়ার সময় দিতে হয়েছে বাড়তি টাকা।

চালকদের অভিযোগ, ছোট ট্রাক থেকে চার হাজার এবং বড় ট্রাক থেকে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয় বাজার পারাপারের সময়।

মো. রুবেল নামে একজন চালক জানান, আগাম চার হাজার টাকা নিয়েছেন শরীফ নামে এক যুবক। অপর চালক মো. নিজাম উদ্দিনের ভাষ্য, জহির নামের এক যুবক তার কাছ থেকে আগাম তিন হাজার টাকা নিয়েছেন।

এই চাঁদাবাজির বিষয়ে কলমাকান্দা থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) মো. নজমুল হুদা বলেন, একাধিক সূত্রে আমরা জানতে পেরেছি একটি চক্র বাজার পারাপারের নামে গাড়িচালকদের কাছ থেকে টাকা আদায় করছে। ইতোমধ্যে কয়েকজনের নাম শনাক্ত করা গেছে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, জব্দ হওয়া গাড়িগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে প্রক্রিয়া অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা বলছেন, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবহনের কারণে পরিবেশের বিপর্যয় ঘটছে, নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতি। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি আরও জোরদার করার দাবি তাদের।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version