নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার রহমান সাম্যকে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার রহমান সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকার কৃতি সন্তান।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত নেত্রকোনা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ কর্সমূচী পালন করা হয়। নেত্রকোনা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সাম্যকে হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেন।
এতে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি তৌফিক খান মিল্কি, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন হাইয়ুল, সহ-সভাপতি শামসুল হুদা শামীম, যুগ্ন-সাধারণ সম্পাদক এম এ সাঈদ ইমরান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান দোলন, সদস্য সচিব কালাম তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুত্তাকিম বিল্লাহ প্রমুখ।
গত ১৩ মে (মঙ্গলবার) দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার রহমান সাম্য। এ ঘটনায় তিন বহিরাগতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।