নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া গ্রামে বজ্রপাতে রাব্বি মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাব্বি মিয়া একই গ্রামের আব্দুর বারেকের ছেলে।
মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোমেশ্বরী নদীর চড়ে গরু চরাতে নিয়ে যান রাব্বি মিয়া। পরে হঠাৎ করে আকাশে মেঘ জমে বৈরি আবহাওয়া তৈরি হয়। গরু আনতে নদীর চড়ে গেলে বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলার সিধলী উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে যুবক নিহতের সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, নিহতের বাড়িতে যাচ্ছি। নিহতের দাফন-কাফন সম্পন্নের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা প্রদান করা হবে।