জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সংঘ-এর নতুন কমিটি ঘোষিত হয়েছে। সোমবার (১২ মে) আগামী ১ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়ন্ত সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈয়ুম হক সিদ্দিকী নীরব মনোনীত হয়েছে। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
নবনির্বাচিত সভাপতি জয়ন্ত সাহা বলেন, “আমি এই সংগঠনকে সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। সংগঠনের গতিশীলতা ফিরিয়ে আনতে প্রতিনিয়ত কাজ করে যাবো। সবার সহযোগিতায় সংগঠন তার আপন শক্তিকে জেগে উঠবে বলে আশা করছি।”