নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবার পাওয়া গেছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১১ মে) দুপুরে রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে জাকারিয়া নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। জাকারিয়া নল্লাপাড়া গ্রামের মোঃ জাকির মিয়া ও সুইটি আক্তারের ছেলে।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল পাঠান জানান, জাকির ও তার স্ত্রী রবিবার দুপুরে বাড়ির পিছনে ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় শিশু জাকারিয়া সেখানে বসাছিল। সকলের অগোচরে শিশুটি হামাগুড়ি দিয়ে পার্শ্ববর্তী ছোট পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে জাকারিয়াকে পানিতে ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
অপরদিকে আগের দিন শনিবার বিকালে নাজিরপুর ইউনিয়নের ফকির চান্দুয়াইল গ্রামে পুকুরের পানিতে পড়ে ১৫ মাস বয়সী মোছা. কারিমা আক্তার নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুদিনে দুই শিশুর এমন মৃত্যু অত্যন্ত হৃদয় বিদারক। এ বিষয়ে শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। বাড়ির আশপাশের জলাশয় শিশুদের জন্য যেন ঝুঁকিপূর্ণ না হয়, সে বিষয়ে নজর দিতে হবে। সচেতনতা ছাড়া এমন দুর্ঘটনা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন।