দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি)স্বতন্ত্র ডি ইউনিটের (ধর্মত্বত্ত অনুষদ)২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ জন আবেদনকারী শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৮২৮ শিক্ষার্থী; উপস্থিতির হার ৯০.৩২%।

রবিবার (১১মে)বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও রবীন্দ্র- নজরুল একাডেমিক ভবনে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছুদের তল্লাশি করে মেইনগেট দিয়ে প্রায় দেড় ঘণ্টা আগেই প্রবেশ করানো হয়েছে।

জানা যায়,পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি তৎপরতা ছিল বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ।

প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। মেইন গেটের সামনে দুই পাশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় ছিল বিভিন্ন রাজনৈতিক হেল্প ডেস্ক।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ আজকের ভর্তি পরিক্ষা খুবই শান্তিপূর্ণভাবে সকলের সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। প্রক্টরিয়াল বডি চমৎকারভাবে কাজ করেছে। নিরাপত্তায় যারা ছিল তারা ভালো কাজ করেছে। কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করেছেন।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version