দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক দিনপঞ্জি-২০২৫ এ যুক্ত হলো বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৬ সাংবাদিকের নাম। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একটি অফিসিয়াল স্বীকৃতির মাইলফলক হিসেবে দিনপঞ্জিতে এ “ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ” কলাম যুক্ত করা হয়েছে।

গতকাল ৭মে, ২০২৫ (বুধবার) আনুষ্ঠানিকভাবে দিনপঞ্জি’টি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম’এর হাতে তুলে দেন মুদ্রণ ও প্রকাশনা কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও সদস্য-সচিব মো: রেজাউদ্দৌলাহ প্রধান। এসময় আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. মিজানুর রহমান এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।

বিশ্ববিদ্যালয় সৃষ্টির ১৯তম বছর পূর্ণ হলেও এই প্রথমবার বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের যুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল দিনপঞ্জি “ডায়েরি ২০২৫” এ। অন্যান্য বিশ্ববিদ্যালয় ঢাবি, রাবি, খুবিসহ সকল স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এই একই পদ্ধতিতে ক্যাম্পাসের সকল সাংবাদিকদের মধ্য থেকে প্রাথমিক একটি বাঁছাই প্রক্রিয়া সম্পন্ন করে অফিসিয়াল দিনপঞ্জিতে নাম তালিকাভুক্ত করা হয় এবং স্বীকৃতি দেওয়া হয়।

যা প্রথমবারের মতো বাস্তবায়ন হলো নজরুল বিশ্ববিদ্যালয়েও। এক্ষেত্রে প্রত্যেকটি সাংবাদিক যেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কতৃক গেজেট প্রাপ্ত ও চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তর কতৃক স্বীকৃত কোন মিডিয়া বা নিউজপেপারের অফিসিয়াল সংবাদকর্মী বা বার্তা প্রেরক হিসেবে কাজ করছে সে বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় রাখা হয়। এ ব্যাপারে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা ও প্রকাশনা কমিটির সদস্য-সচিব মো: রেজাউদ্দৌলাহ প্রধান বলেন, দিনপঞ্জিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এ প্রক্রিয়ায় সাংবাদিকদের অন্তর্ভুক্তি অনেক আগে থেকেই হয়ে আসছে। আমরা এবার প্রথমবার আমাদের ক্যাম্পাসের সাংবাদিকগুলোকে সুনির্দিষ্ট করে তাদের একটি স্বীকৃতি দিতে পেরেছি। সকল সাংবাদিকদের সহযোগিতা থাকলে এ ধারা প্রতিবছরই অব্যাহত থাকবে। এ ব্যাপারে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি ও দ্যা মেইল বিডি-এর ক্যাম্পাস প্রতিনিধি মো. শাকিল বাবু বলেন, “বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়টা খুবই আনন্দের।

জনসংযোগ দপ্তরের মাধ্যমে প্রথমবার এই উদ্যোগ গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।” নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রোকন বাপ্পি জানান, “বিশ্ববিদ্যালয় নামী বেনামি ইউটিবার টিকটকার ব্লগারসহ নানা ধরণের বার্তা প্রেরক সাংবাদিক হিসেবে কাজ করে। তবে জনসংযোগ দপ্তরের এ পদক্ষেপের মাধ্যমে ক্যাম্পাস সাংবাদিকদের একটি সুনির্দিষ্ট তালিকা লিপিবদ্ধ হলো। নিঃসন্দেহে জনসংযোগ দপ্তরের এমন কর্মকাণ্ড প্রশংসার দাবিদার।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version