দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যারিয়ার ক্লাবের ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার আবু সাঈমকে সভাপতি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক কুমারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে )  সংগঠনটির সদ্য সাবেক সভাপতি রনি সাহা ও সাধারণ সম্পাদক রিয়াজ হাসান রবিন আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।

৩৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রিয়াজুল হাসান রবিন,ত্বকি ওয়াসিফ ,ইমরান হাসিব,রাজিয়া সুলতানা হৃদি ও জুয়েল রানা। যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, এস এম সাজ্জাদ হোসাইন সৈকত ও আহমেদ মাসুম রেজা। সাংগঠনিক সম্পাদক তুষার মালাকার , সহকারী সাংগঠনিক সম্পাদক আলপনা আহমেদ,দপ্তর সম্পাদক মেজবাউল হক রাব্বি , সহকারী দপ্তর সম্পাদক খাইরুন নাহার বুশরা , কোষাধ্যক্ষ তুহিন হোসাইন , সহকারী কোষাধ্যক্ষ আলী আজম মো আবরার, মানবসম্পদ পরিচালক আকিব আল আহাদ,  সহকারী মানবসম্পদ পরিচালক উম্মে আইমান মুমু, তথ্য প্রযুক্তি ও ডিজাইন পরিচালক সাকিফ মাহমুদ ফয়সাল এবং  সহকারী তথ্য প্রযুক্তি ও ডিজাইন পরিচালক আতিফ মো রাহিদ।

এছাড়া সংবাদ ও মিডিয়া পরিচালক মানিক হোসাইন আকন্দ, সহকারী সংবাদ ও মিডিয়া পরিচালক আহসান হাবীব, ইভেন্ট ব্যবস্থাপনা পরিচালক সাহারা আক্তার সিঁথি, অভ্যন্তরীণ বিষয়ক পরিচালক ইনামুল হক,বহির্বিষয়ক পরিচালক আহসান হাবীব,ব্র্যান্ডিং ও প্রচার পরিচালক তাহমিদ শাহরিয়ার, সহকারী ব্র্যান্ডিং ও প্রচার পরিচালক তৌফিক ওমর, জনসংযোগ পরিচালক ফাহাদ হোসাইন, সহকারী জনসংযোগ পরিচালক আবদুল্লাহ আল নোমান,গবেষণা ও উন্নয়ন পরিচালক রাসেল আহমেদ,প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক লাবিবা,কনটেন্ট ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা-তুজ-জুহরা এবং সহকারী কনটেন্ট ব্যবস্থাপনা পরিচালক সুমি আক্তার।

সংগঠনটির সভাপতি খন্দকার আবু সাইম বলেন, ‘ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা, দক্ষতা উন্নয়ন এবং আত্ম-উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমাদের মূল মটো ‘First Deserve, Then Desire’—এই নীতিকে সামনে রেখেই আমরা বিশ্বাস করি, যোগ্যতা অর্জনই সাফল্যের মূল চাবিকাঠি। আমি এই বিশ্বাসকে বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরো বলেন, সভাপতি হিসেবে, আমার লক্ষ্য থাকবে ক্লাবের প্রতিটি সদস্যকে প্রফেশনাল দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তোলা, যাতে তারা বিশ্ববিদ্যালয় জীবন শেষে আত্মবিশ্বাসের সঙ্গে কর্পোরেট কিংবা সরকারি-বেসরকারি যেকোনো পেশাগত জীবনে প্রবেশ করতে পারে। আমরা সামনে আরও কর্মশালা, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, এবং ইন্ডাস্ট্রি কানেকশন তৈরির মতো কার্যক্রম বাস্তবায়ন করব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version