দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা।

শুক্রবার(৯ মে) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে কুষ্টিয়া- খুলনা মহাসড়ক ব্লকেড করেন তারা।

বিক্ষোভ মিছিলে ‘আওয়ামী লীগ মিছিল করে, ইন্টেরিম কি করে’ ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে করতে হবে’ ‘কন্ঠে আবার লাগা জোর,আওয়ামী লীগের কবর খোড়’ ‘আমার সোনার বাংলায়, আমি লীগের ঠাঁই নাই’ ‘২৪ এর বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’ ‘খুনির লীগের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,’‘মুজিববাদের বিরুদ্ধে,ডাইরেক্ট অ্যাকশন,’ ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর ইত্যাদি স্লোগান দেয় তারা।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ- সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মাহমুদ মন্ডল, ইসমাইল হোসেন রাহাত,মুবাশ্বির আমিন। এছাড়া বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি সাদেক আহমদ, শাখা ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক জাকারিয়া সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘জুলাই-আগস্টের ৮/৯ মাস হওয়ার পরও এই অর্ন্তবর্তীকালীন সরকার এখনো তাদেরকে নিষিদ্ধ করে নি। এক্ষেত্রে অর্ন্তবর্তীকালীন সরকারের যেমন সদিচ্ছার অভাব আছে, তেমনি আমাদের অভ্যুত্থানের স্বপক্ষের দুই একটি সংগঠনেরও সদিচ্ছার অভাব রয়েছে। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অতিদ্রুত প্রকাশ করতে হবে। প্রয়োজন হলে জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে এবং তাদের দাবী আদায় করে নিবে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version