দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আরিফুল ইসলাম রনক, নওগাঁ  প্রতিনিধি:

নওগাঁয় নিজ কন্যার বাড়িঘর ও সম্পত্তি পাওয়ার অব এ্যাটনী”র বলে নিজ নামে খরিজ করে দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। পরবর্তীতে ঐ বড়ি থেকে সন্ত্রাসী কায়দায় মারপিট করে মেয়ে ও মেয়ের সন্তানদের বের করে দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মেয়ে মাসুদা খানম। সোমবার (৫ মে) বেলা ১১টার সময় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে মাসুদা খানম সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মাসুদা খানম বলেন, তিনি দীর্ঘদিন ধরে সিংগাপুর বসবাস করে আসছেন। এরই এক পর্যায়ে নওগাঁ শহরের পার-নওগাঁ সরদারপাড়া এলাকায় পিতা মোঃ আব্দুল মজিদ সরকারের নিকট থেকে দলিলমুলে প্রাপ্ত সম্পত্তির উপর একটি বাড়ি তৈরী করেন। যেহেতু তিনি সিঙ্গাপুরে থাকেন সেহেতু উক্ত বাড়িঘর তত্বাবধান করার জন্য আব্দুল মজিদ সরকার কন্যার নিকট থেকে পাওয়ার অব এ্যাটর্নী গ্রহন করেন।

পাওয়ার অব এ্যাটর্নীর বলে পরবর্তীতে মাসুদা খানমের পিতা উক্ত সম্পত্তি নিজ নামে খারিজ করেন এবং পরবর্তীতে তা বিক্রিও করেন। এ কথা তার মেয়ে জানতোনা। গত ২০২০ সালে সিঙ্গাপুর থেকে এসে ৩ সন্তান নিয়ে ঐ বাড়িতে বসবাস শুরু করেন। তখন তার পিতা আব্দুল মজিদ সরকার তাকে বাড়ি থেকে বের করে দেয়ার প্রক্রিয়া শুরু করেন।

এরই এক পর্যায়ে গত ২৬ এপ্রিল দুপুর ১২টায় আব্দুল মজিদ সরকার ওরফে হাসু, তার তৃতীয় স্ত্রী মোছাঃ মেরিনা খাতুন, মৃত ইসমাইল হোসেনের পুত্র মোঃ আবু তারেক সরকার ও ইলিয়াস হোসেন সরকার ওরফে হিরো, মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ শাহাবুল হোসেনসহ ১০/১৫ জনের একটি দল ঐ বাড়ির তালা ভেঙ্গে জোর পূর্বক বাড়িতে প্রবেশ করে। এ সময় মাসুদা খাতুন পাশের বাড়িতে পানি আনতে গিয়েছিল।

তার বড় ছেলে মাসুক ইসলাম ওরফে আলিফ ঘওে পড়াশোনা করছিল। তাদের বাধা দিলে হামলাকারীরা বাশের লাঠি, লোহার রড ও ধারালো চাকু দিয়ে আলিফের উপর আক্রমন চালায়। এতে মারাত্মকভাবে আহত হয় ছেলে। এরপর তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে পুরো বাড়ি দখল করে নেয়। আহত অবস্থায় আলিফকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘরের মধ্যে নগদ ৩ লক্ষ টাকা, ২২ হাজার টাকা মূল্যেও দু’টি মোবাইল ফোন, ১লাখ ৫৫ হাজার টাকা মূল্যের  ১টি ডেস্কটপ কম্পিউটার, ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ১টি ল্যাপটপ, ৫ লক্ষ ৭৫ টাকা মূল্যের স্বর্নালঙ্কার, ১২টি পাসপোর্ট, ব্যাঙ্কের ক্রেডিটকার্ড, ডেবিটকার্ড,  সব রয়েছে।

সেগুলো তাকে ফেরত দেয়া হয়নি। কোনরকমে অন্য একটি ভাড়া বাসায় উঠেছেন। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, থানা পুলিশ ও প্রশাসন এ ব্যাপারে জানলে তারা কোন পদক্ষেপ গ্রহন করেনি। এমনকি নগদ টাকা, ব্যাংক ক্রেডিট কার্ড, ডেবিটকার্ড, স্বর্নালঙ্কার,  কম্পিউটার, ল্যাপটপ, পাসপোর্ট কিছুই উদ্ধার করেনি। অসামী আটকের কোন উদ্যোগ নেয়া হয়নি।

বরং আসামীরা তাকে হুমকী প্রদর্শন করছে। এতে তিনি আতঙ্কে রয়েছেন। তিনি পুলিশ প্রশাসনের নিকট আসামীদের গ্রেফতার করার আুকল আবেদন জানান। এ ব্যাপারে মেয়ের বাবা আব্দুল মজিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার চাচা আলী হাসান সরকার জুয়েল জানান, ভাতিজি মাসুদ খাতুন একজন বখে যাওয়া মেয়ে। তার অত্যাচারে পরিবারের সকলে অতিষ্ঠ। বাড়ির মালিকানা, বাড়ি থেকে বের করে দেয়া ঘটনা সত্য নয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version