দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
‘বৈজ্ঞানিক অগ্রগতি উদযাপন’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে( ইবি) আন্তর্জাতিক ডিএনএ দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচিতে আমেরিকান স্যোসাইটি অব মাইক্রোবায়োলজি স্টুডেন্টস চ্যাপ্টার ইবি শাখার আয়োজনে দিনব্যাপী দিবসটি উদযাপন করা হয়।
এছাড়া DNA PUZZLE SOLVING COMBAT অনুষ্ঠিত হয়।

আজ দিনব্যাপী কর্মসূচি শুরুতে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে সকাল ১০টায় কুইজ প্রতিযোগিতা এবং ১১টায় র‍্যালি অনুষ্ঠিত হয়। এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম  এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা ও  বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকমন্ডলী।

দুপুর ১২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। এতে সকল বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে গতকাল শনিবার ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষর্থীরা ফেসবুকে লাইফ সাইন্স ও বিজ্ঞান বিষয়ক Memes ( কার্টুন) তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।এতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিকস, ফলিত খাদ্য ও পুষ্টি বিভাগের ২০০ জন বিজ্ঞানমনস্ক শিক্ষর্থীরা এই প্রোগ্রামে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে অংশ গ্রহণ করে ।

উল্লেখ, ডিএনএ (ডিঅক্সিরিবোনিউক্লেইক অ্যাসিড) হলো একধরনের জৈবিক অণু যা সমস্ত জীবের কোষে পাওয়া যায় এবং এটি জীবের জেনেটিক তথ্য সংরক্ষণ করে। ডিএনএ-এর মধ্যে থাকা জেনেটিক কোড জীবের শারীরিক বৈশিষ্ট্য, বৃদ্ধি, পরিবেশের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং প্রজনন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এটি একটি ডবল হেলিক্স (double helix) কাঠামো ধারণ করে, যা জীববিজ্ঞান ও জেনেটিক্সের ভিত্তি রচনা করেছে। ডিএনএ’র এই কাঠামো আমাদের জীবের অণু-গঠন, বিবর্তন এবং বংশগতির প্রক্রিয়া বোঝায় এবং আধুনিক জীববিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২৫ এপ্রিল বিজ্ঞানী ও বিজ্ঞানপ্রেমীদের জন্য একটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ DNA দিবস।

৭২ বছর আগে, ১৯৫৩ সালের এই দিনে, জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক, মরিস উইলকিন্স, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন ও তাঁর সহকর্মীরা DNA-এর দ্বিতন্ত্রী কাঠামো (double helix structure) সম্পর্কিত গবেষণাপত্র Nature জার্নালে প্রকাশ করেছিলেন। এই আবিষ্কারটি জীববিজ্ঞানের দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে দিয়েছিল এবং জীবের অণু-গঠন ও জেনেটিক কোডের সম্পর্কে আমাদের ধারণা পুরোপুরি বদলে যায়। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, তারা DNA আবিষ্কার করেননি, বরং DNA এর কাঠামোগত বৈশিষ্ট্য আবিষ্কার করেছিলেন। তারই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version